ওয়েজোপাডিকো’র বিদ্যুৎ বিল সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক
পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওয়েজোপাডিকো) মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুসারে তিন বছরের জন্য আবারও প্রি-পেইড ও পোস্ট পেইডের বিদ্যুৎ বিল সংগ্রহ করার দায়িত্ব নিয়েছে ব্যাংকটি।
খুলনা ক্লাব মিলনায়তনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েজোপাডিকো’র আর্থিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (আর্থিক) মো. আব্দুল খালেক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বাণিজ্যিক) শাহীন আক্তার পারভিন, নির্বাহী প্রকৌশলী ও কোম্পানি সচিব জনাব রুহুল আমিন, ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ আফসার হাসান, উপ-ব্যবস্থাপক (আর্থিক) মো. মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) সজল কুমার রায়, সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব রবিউল ইসলাম ও সহকারী প্রকৌশলী (বাণিজ্যিক) হেদায়েত ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং এন্ড হেড অব বিজনেস (শাখা) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি এন্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে