Views Bangladesh Logo

কমিউনিটি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

Press Release

প্রেস রিলিজ

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের চিত্র বিশ্লেষণ করেন এবং এর বিভিন্ন ধরণ, ঝুঁকির জায়গা ও ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীদের জন্য তিনি বাস্তবভিত্তিক শিক্ষণীয় বিষয় তুলে ধরেন এবং সচেতনতার দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত। তিনি বলেন, “শুধু নিয়ম মেনে চলাই নয়, আর্থিক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্বও হলো মানি লন্ডারিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকা।” তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী অতিথি বক্তাকে ধন্যবাদ জানান এবং বলেন, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা কর্মকর্তাদের শেখার ক্ষেত্রে মূল্যবান অবদান রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ