নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সকালে বাংলামোটরের দিকে যাওয়ার পথে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তিনি হাত ও পায়ে আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটি নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর আবদুল বাসির গণমাধ্যমকে জানান, তিনি ধারণা করছেন ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তারা বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে