Views Bangladesh Logo

সন্ত্রাসবিরোধী অভিযানে ১২ পাকিস্তানি সেনা নিহত, ৩৫ জঙ্গিকে হত্যা

পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানের (টিটিপি) বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে, চারদিনের অভিযান চলাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন সেনাও।

উত্তর-পশ্চিম পাকিস্তানের দুটি জেলায় বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) এই অভিযান চলে। বাজাউর জেলায় প্রথম অভিযানে ২২ জন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে দ্বিতীয় অভিযানে ১৩ জন জঙ্গি নিহত হয়েছে। ওয়াজিরিস্তানে জঙ্গিদের পাল্টা গুলিতে মারা যান ১২ জন সেনা।

শনিবার বিবৃতিতে সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, টিটিপির ‘ফিতনা আল খোয়ারিজ’ এর সাথেই দুটি সংঘর্ষ ঘটেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। আফগানিস্তানকে পাকিস্তানে টিটিপি সন্ত্রাসীদের হামলা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ।

তবে আফগানিস্তান অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী দেশটির ওপর তার মাটিতে হামলা চালানোর অনুমতি না দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ