ইসরাইল থেকে রুশ দূতাবাস কর্মী সরানোর গুঞ্জন
রাশিয়া ‘জরুরি ভিত্তিতে’ ইসরাইল থেকে নিজেদের কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে—এমন দাবি করেছে ইউক্রেনভিত্তিক দুটি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এ উদ্দেশ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইউক্রেনের জনপ্রিয় সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এবং ইউক্রেনিয়ান ন্যাশনাল নিউজ (ইউএনএন) জানায়, রাশিয়া দ্রুতগতিতে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। তাদের দাবি, এমন তৎপরতা থেকে ধারণা করা হচ্ছে—মস্কোর হাতে কোনো ‘গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য’ থাকতে পারে।
ডেইলি ইরান নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কিয়েভ পোস্ট ও ইউএনএন জানায়, ইসরাইলে অবস্থানরত রুশ দূতাবাসের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুততার সঙ্গে রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ইউএনএন-এর প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল তৃতীয় ফ্লাইট, যার মাধ্যমে রাশিয়া তার কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিচ্ছে। পুরো প্রক্রিয়াটি সুসংগঠিত ও দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে রাশিয়া কিংবা ইসরাইল—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
কিয়েভ পোস্ট জানায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ইসরাইল থেকে রুশ দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রতিবেদনে এটাও স্বীকার করা হয়েছে, এই দাবির পক্ষে দৃঢ় প্রমাণ খুব বেশি পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত ফ্লাইট ট্র্যাকিং ডেটার ভিত্তিতে এসব তথ্য উঠে এসেছে। তবে প্রকাশের সময় পর্যন্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি চ্যানেল ডেইলি ইরান নিউজ বুধবার প্রথম এই দাবি তোলে। তারা ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘এডিএস-বি এক্সচেঞ্জ’-এর একটি স্ক্রিনশট প্রকাশ করে জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল ইসরাইলে অবস্থিত রুশ দূতাবাস খালি করার তৃতীয় ফ্লাইট।
তবে ইসরাইলে অবস্থিত রুশ দূতাবাসের কোনো সরকারি চ্যানেল কিংবা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। একইভাবে রাশিয়া বা আন্তর্জাতিক প্রধান গণমাধ্যমগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে