সিটি ইউনিভার্সিটিতে ‘ক্লাস টু ক্যারিয়ার’ কর্মশালা অনুষ্ঠিত
সিটি ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ‘প্রেজেন্টেশন প্রো: ফ্রম ক্লাস টু ক্যারিয়ার’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ক্যাম্পাসের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‘শুধু কথা বলার শিল্প নয়, এটি এমন এক দক্ষতা যা আপনার শিক্ষা, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শাহাদাৎ কবির। মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে অংশ নেন লেখক, চলচ্চিত্র নির্মাতা ও ট্রেইনার ওয়ালিদ আহমেদ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের একাডেমিক প্রেজেন্টেশন থেকে শুরু করে পেশাগত জীবনে কীভাবে আত্মবিশ্বাস, দক্ষতা ও ভাবনার সমন্বয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, তা প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে