গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে চীন বা রাশিয়া দখল করতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে চীন বা রাশিয়া দ্বীপটি দখল করতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতি তিনি কোনোভাবেই হতে দেবেন না।
সোমবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা তাসের খবরে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা যদি গ্রিনল্যান্ড না নেই, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করবে। আমি তা হতে দেব না।”
তিনি আরও বলেন, “যে কোনোভাবে হোক, গ্রিনল্যান্ড আমাদের থাকবেই। তার মতে, দ্বীপটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি সম্পাদন করাই সবচেয়ে ‘সহজ’ পথ।
এর আগেও একাধিকবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে তিনি দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। পরে ২০২৫ সালের মার্চ মাসে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করা সম্ভব।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৫১ সালে ন্যাটোর বাইরে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় সম্ভাব্য আগ্রাসন থেকে গ্রিনল্যান্ডকে ‘রক্ষা করার’ দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপর ন্যস্ত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে