Views Bangladesh Logo

৬ মার্কিন কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা

য়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন, যার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ল। আর এই পদক্ষেপটি এমন এক সময়ে নেয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছিল।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকা’য় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে কোম্পানিগুলোর জন্য চীনে ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত তিনটি প্রতিষ্ঠান হলো মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।

চীন অভিযোগ করেছে, এই কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত, যা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে।

এ ছাড়াও আরও তিনটি কোম্পানিকে চীনের ‘রপ্তানি নিয়ন্ত্রণ তালিকা’য় যুক্ত করা হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় কোম্পানিগুলো ‘দ্বৈত-ব্যবহারযোগ্য (সামরিক ও বেসামরিক) পণ্য চীনের কাছ থেকে গ্রহণ করতে পারবে না।

এই কোম্পানিগুলো হলো সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং ও ফ্যাসিলিটিস ম্যানেজার প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব কোম্পানি জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য ঝুঁকি তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ