চীনে আবিষ্কৃত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি
গত ৭০ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে চীন । দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে এই বিশাল স্বর্ণভান্ডার শনাক্ত হয়েছে। ১৯৪৯ সালের পর এটাই চীনের ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের মজুত।
গত শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, দাদোংগৌ নামের এই খনিতে ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণ মজুত রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, খনিটির অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই শেষ হওয়ায় এখন উন্নয়ন ও উত্তোলন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবেও শ্রেণিভুক্ত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার এলাকাজুড়ে ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৫ মাসের অনুসন্ধানে এত বড় মজুত চিহ্নিত হওয়া ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের নতুন উদাহরণ হয়ে উঠতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে