Views Bangladesh Logo

মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান চীনের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক ও দেশ থেকে বের করে নেওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী।

চীন যুক্তরাষ্ট্রকে মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করে সব সমস্যার সমাধান আলোচনা ও সংলাপের মাধ্যমে করার ওপর জোর দিয়েছে বেইজিং।

এর আগে যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে বলে জানানো হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ