Views Bangladesh Logo

শিশু সাহিত্যে পুরস্কার চালু করল বুকার প্রাইজ

বুকার প্রাইজ ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে শিশুদের জন্য নতুন সাহিত্য পুরস্কার ‘দ্য চিলড্রেন’স বুকার প্রাইজ’ চালুর। প্রতিবছর ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য লেখা সেরা বইয়ের লেখককে দেওয়া হবে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এই পুরস্কার। খবর বিবিসির।

নতুন এই পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালে চালু হবে, আর প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের শুরুর দিকে। পুরস্কারের অন্যতম আকর্ষণ হলো, বিচারক প্যানেলে প্রথমবারের মতো প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও অন্তর্ভুক্ত করা হবে— যা বুকার পুরস্কারের ইতিহাসে একটি নতুন উদ্যোগ।

প্রথম আসরে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন খ্যাতনামা শিশুসাহিত্যিক ও বর্তমান চিলড্রেনস লিটারেচার অ্যাম্বাসেডর ফ্রাঙ্ক কট্রেল-বয়েস। তাঁর সঙ্গে থাকবেন আরও দুইজন প্রাপ্তবয়স্ক বিচারক। এই তিনজন বিচারক প্রাথমিকভাবে আটটি বইয়ের শর্টলিস্ট তৈরি করবেন, এরপর নির্বাচিত তিনজন শিশু বিচারক যোগ দেবেন চূড়ান্ত বিজয়ী নির্ধারণে।

ফ্রাঙ্ক কট্রেল-বয়েস বলেন, 'এই পুরস্কার শুধু শিশুদের বই পড়ার আনন্দই বাড়াবে না, তাদের বিচারকের আসনে বসিয়ে নতুন অভিজ্ঞতাও দেবে।'

ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইগুলোই এই পুরস্কারের জন্য বিবেচিত হবে। বুকার ও আন্তর্জাতিক বুকার পুরস্কারের মতোই, শর্টলিস্টভুক্ত প্রত্যেক লেখক পাবেন ২,৫০০ পাউন্ড, আর চূড়ান্ত বিজয়ী পাবেন ৫০,০০০ পাউন্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ