গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা-মায়ের পর শিশু রাফিয়ারও মৃত্যু
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে তিন বছর বয়সী শিশু রাফিয়াও। এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. রিপন মিয়া (৪০) এবং মা ইতি বেগম (৩০) মারা যান। এ নিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফিয়া মারা যায়। দগ্ধ অবস্থায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাফিয়ার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান দগ্ধ হন। ওইদিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিহতদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে