ভারতে মায়ের সামনে ৫ বছরের শিশুকে শিরশ্ছেদ
ভারতের মধ্যপ্রদেশে ৫ বছর বয়সী এক শিশুকে তার মায়ের সামনেই শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। নিহত শিশুটির নাম বিকাশ।
শুক্রবার মধ্যপ্রদেশের ধার জেলায় এই মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মহেশ (২৫) মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অভিযুক্ত মহেশ একটি মোটরসাইকেলে চড়ে এসে কালু সিং নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। পরিবারটি মহেশকে আগে কখনো দেখেনি। বাড়িতে ঢোকার পর কোনো কথা না বলেই মহেশ মাটিতে পড়ে থাকা কোদালের মতো একটি ধারালো অস্ত্র দিয়ে বিকাশের ঘাড়ে জোরে আঘাত করে। এতে শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
হত্যার পরও শিশুটির মৃতদেহের ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে মহেশ। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মাও আহত হন। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে মহেশকে ধরে ফেলেন এবং তাকে মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে নিহত হন তিনি।
এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন ধার জেলার পুলিশ সুপার মায়াঙ্ক অবস্তি। তিনি বলেন, অভিযুক্ত যুবককে গ্রামবাসীরা মারধর করার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত মহেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গণপিটুনিতে মহেশের মৃত্যুর ঘটনায় একটি বিচারিক তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, মহেশ আলিরাজপুর জেলার জোবাট বাগদী এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারও জানিয়েছে যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনার কিছু সময় আগে সে পার্শ্ববর্তী একটি দোকান থেকে চুরির চেষ্টাও করেছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে