প্রধান বিচারপতির কাছে পিএসসির নতুন তিন সদস্যের শপথ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত তিনজন সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। নতুন সদস্যরা হলেন মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. আমজাদ হোসেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রোববার (২৪ আগস্ট) দুপুরে শপথগ্রহণ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে ছিলেন আপিল বিভাগের বিচারপতি এবং পিএসসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পিএসসিতে নতুন ওই তিনজনকে নিয়োগ দেয়ায় সাংবিধানিক সংস্থাটির সদস্য ১৫ থেকে বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে নতুন সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত, যেটি আগে ঘটবে, দায়িত্ব পালন করবেন।
দেশে সরকারি চাকরিতে নিয়োগ তদারকি করে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত স্বাধীন সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে