Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিল ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত: ছাত্র ইউনিয়ন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রায় ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিও বাতিলের সিদ্ধান্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের জাতীয় গৌরব মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ওপর ধারাবাহিক আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এসব আক্রমণ বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে সরকার বরং প্রচ্ছন্নভাবে সমর্থন জুগিয়েছে বলে তারা অভিযোগ করেন।

ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি’—এই অজুহাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রায় ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, তথাকথিত ফ্যাসিবাদী চক্রান্তের অজুহাতে ইতোমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণসংক্রান্ত একাধিক প্রকল্প বাতিল করা হয়েছে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের স্ববিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। মুখে ১৯৭১-কে জাতীয় গৌরব বলা হলেও বাস্তবে ইতিহাস পরিবর্তন ও ধ্বংসের কর্মকাণ্ডে সরকার জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তারা।

ছাত্র ইউনিয়ন সরকারকে অবিলম্বে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যেকোনো অপচেষ্টা তারা প্রতিহত করবে। সরকার যদি এ প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ পরিশোধে অপারগ হয়, তবে ঘোষণা দিয়ে গণচাঁদা উত্তোলনের উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, ২০২২ সালে ‘বীরের কণ্ঠে বীরগাথা’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র, ৮০ হাজার ইউটিউব কনটেন্ট এবং ১৬টি ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ছিল ৪৯ কোটি ৫৭ লাখ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ