Views Bangladesh Logo

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

সমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্নিত হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে।

এ সময় তারা অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট, হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই, এক, দুই,তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড় ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীরা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ