৭ ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সদস্য জান্নাতুল ফেরদাউস জুই সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার বিরুদ্ধে মানহানি, বিদ্বেষ ও ধর্মীয় উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ৭টি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) মামলাটি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই অভিযোগ তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দেন।
এ মামলার বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, মামলার বিষয়টি আদালতে নিয়মমাফিক দাখিল হয়েছে এবং সিআইডি তদন্ত করছে।
মামলায় অভিযুক্ত ৭টি ফেসবুক পেজের নাম উল্লেখ করা হয়েছে—ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা-অফিশিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন এবং হারুল হক।
মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জুই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাক্টিভিজম থেকে সরিয়ে দিতে সামাজিক মাধ্যমে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য মন্তব্য করছে। পাশাপাশি তারা বট আইডি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা বিকৃত ছবি ও ভিডিও ব্যবহার করে জুইকে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে।
আরজিতে আরও উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর বাদী ও এক সাক্ষীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে আসামিরা ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছে এবং মেসেঞ্জারে হুমকি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছে।
এদিকে, মামলা দায়েরের পর জুই জানিয়েছেন, তিনি এবং তার সহকর্মীরা অনলাইনে সক্রিয় থাকার কারণে ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে টার্গেট হচ্ছেন। তিনি আশা করছেন, সিআইডি তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও দায়বদ্ধ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে