ইসির সামনে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের অবস্থান
পোস্টাল ব্যালট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতমূলক আচরণের অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসির সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত ইসির সাম্প্রতিক সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপে পড়ে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে তড়িঘড়ি ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে ক্ষুণ্ন করছে।
এ ছাড়া শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে ইসির দেওয়া নির্দেশনার বিরুদ্ধেও অবস্থান নেয় ছাত্রদল। সংগঠনটির ভাষ্য, একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে ইসি নজিরবিহীন ও বিতর্কিত নির্দেশনা জারি করেছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাবিপ্রবি ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পূর্বনির্ধারিত ২০ জানুয়ারি তারিখে আয়োজনের অনুমতি দেয়। অথচ এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল ইসি। এ বিষয়ে ১২ জানুয়ারি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।
তবে ওই নির্দেশনার মাত্র তিন দিন পর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, পূর্বনির্ধারিত শাকসু নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই।
ছাত্রদল নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং কমিশনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে