Views Bangladesh Logo

চাঁনখারপুলে ‘গণহত্যা’ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ রোববার

ত বছরের জুলাই-আগস্ট গণআন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পঞ্চমদিনে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন জানান প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল।

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চারজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক আসামিরা হলেন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ২১ আগস্ট চতুর্থ দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চাঁনখারপুলে নিহত রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন ও বড় ভাই রাহাত হাওলাদার। ১৩ আগস্ট তৃতীয় দিনে সাক্ষ্য দেন নিহত ইয়াকুবের মা রহিমা আক্তার, তার প্রতিবেশী চাচা শহীদ আহমেদ ও নিহত মো. ইসমামুল হকের ভাই মহিবুল হক। ১২ আগস্ট দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন ও নিহত শেখ মাহদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান।

এর আগে ১১ আগস্ট ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেস্টমেন্ট) উপস্থাপন শেষে মামলাটির প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নিহত আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। সব মিলিয়ে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের মোট আটজন সাক্ষী।

অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১ মামলাটির বিচার শুরু করেন ১৪ জুলাই ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ