চীন-পাক-বাংলাদেশ জোট ভারতের জন্য বড় হুমকি: সিডিএস অনিল চৌহান
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয় ও অভিন্ন স্বার্থ ভারতের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
বুধবার (৯ জুলাই) অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনিল চৌহান বলেন, ভারত মহাসাগর অঞ্চলের অর্থনৈতিক অস্থিরতা এবং ঋণকূটনীতির উত্থান এই সমন্বয়কে আরও গভীর করছে, যেখানে বৈশ্বিক সমীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকাও কার্যকরভাবে কাজ করছে।
সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’ চলাকালে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জেনারেল চৌহান জানান, চীন সীমান্তে কোনো অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে পাকিস্তানের সঙ্গে চারদিনের সংঘাতের সময় চীনের সরাসরি রাষ্ট্রীয় সহায়তার মাত্রা নিরূপণ করা কঠিন ছিল।
তিনি বলেন, পাকিস্তান অস্ত্র আমদানির ক্ষেত্রে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাদের পুরোনো অস্ত্র ও প্রযুক্তির দায় মেটাতে কিছু চীনা কর্মী পাকিস্তানে অবস্থান করে থাকে, যা আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতে সাধারণ বিষয়।
চৌহান আরও বলেন, চীনা কোম্পানিগুলো বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজিংয়ে যুক্ত, ঠিক যেভাবে মার্কিন প্রতিষ্ঠান ম্যাক্সার এবং প্ল্যানেট ল্যাবস কাজ করে। ফলে রাষ্ট্রীয় সহায়তা আর বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে পার্থক্য করা কঠিন।
অপারেশন সিন্দুর প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযান প্রমাণ করেছে যে পারমাণবিক অস্ত্র থাকলেই প্রচলিত যুদ্ধ থেমে যায় — এই ধারণা ভুল। ভারত এই অভিযানে মূলত সন্ত্রাসী ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু করেছে।
জেনারেল চৌহান আরও স্পষ্ট করেন, ‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি, আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতি এলে প্রচলিত যুদ্ধ আবার শুরু হতে পারে। এই অভিযানে মুখোমুখি সংঘর্ষের পরিবর্তে ‘নন-কন্টাক্ট ওয়ারফেয়ার’ কৌশল নেওয়া হয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে