Views Bangladesh Logo

নারকেল তেলে ঠোঁটের যত্ন, জানুন কার্যকর টিপস

 VB  Desk

ভিবি ডেস্ক

শীত এলেই ঠোঁট ফাটা, রুক্ষতা আর কালচে ভাবের সমস্যা বাড়ে। অনেকেই নিয়মিত পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করেন। তাতেও কারও কারও ঠোঁটে কাঙ্ক্ষিত কোমলতা আসে না। আবার বাজারের লিপ অয়েল বা লিপ বাম বেশ কার্যকর হলেও দাম তুলনামূলক বেশি।

এমন পরিস্থিতিতে সহজ সমাধান হতে পারে ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন। রান্নাঘরে থাকা নারকেল তেলই হতে পারে আপনার প্রাকৃতিক লিপ কেয়ার রুটিনের মূল উপাদান। সঠিক কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করলে ঠোঁট থাকবে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।

ভিটামিন ই ও নারকেল তেল
নারকেল তেল ঠোঁটের শুষ্কতা দূর করতে দারুণ কাজ করে। এর সঙ্গে ভিটামিন ই যোগ হলে উপকার আরও বেড়ে যায়।

রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে ঠোঁটে হালকা মালিশ করুন। চাইলে ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের ফাটা ভাব কমে, পাশাপাশি কালচে দাগও ধীরে ধীরে হালকা হয়।

নারকেল তেল ও অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত।

এক চামচ অ্যালোভেরা জেল ও দুই চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে ঘরোয়া ন্যাচারাল লিপ বাম। প্রতিদিন রাতে বা বাইরে যাওয়ার আগে ব্যবহার করলে ঠোঁট ফাটবে না। নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালচে ভাবও কমতে সাহায্য করে।

শিয়া বাটার ও নারকেল তেল
শিয়া বাটার ঠোঁট ও আশপাশের ত্বকের জন্য অত্যন্ত পুষ্টিকর।


এক চামচ শিয়া বাটারের সঙ্গে এক চামচ নারকেল তেল অল্প আঁচে গরম করে গলিয়ে নিন। ঠান্ডা হলে এই মিশ্রণটি ঠোঁটে লাগান। খুব দ্রুত শুষ্ক ও রুক্ষ ঠোঁটে কোমলতা ফিরে আসে। যারা দীর্ঘ সময় শীতে বাইরে থাকেন, তাদের জন্য এটি বিশেষ উপকারী।

অতিরিক্ত যত্নের টিপস

দিনে পর্যাপ্ত পানি পান করুন, পানিশূন্যতা ঠোঁট ফাটার বড় কারণ।

ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজাবেন না, এতে সমস্যা আরও বাড়ে।

সপ্তাহে একবার চিনি ও মধু মিশিয়ে হালকা স্ক্রাব করলে মৃত কোষ দূর হয়।

বাইরে বের হলে ঠোঁট ঢেকে রাখার চেষ্টা করুন।

শীতে ঠোঁটের যত্নে দামী প্রসাধনীর ওপর নির্ভর না করে এই সহজ ঘরোয়া উপায়গুলোই হতে পারে কার্যকর সমাধান। নিয়মিত ব্যবহার করলে ঠোঁট থাকবে নরম, মসৃণ আর স্বাভাবিকভাবে উজ্জ্বল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ