Views Bangladesh Logo

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ফের বুধবার

ত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত, সুশাসনের জন্য নাগরিক- সুজনসহ আরও কয়েকজনের চারটি রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির দিন বুধবার (২৭ আগস্ট) ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

১১ ফেব্রুয়ারি বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ ২০১১ সালের ঐতিহাসিক রায়টি পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল এবং ছয়জনের করা ওই চারটি আবেদনের শুনানি স্থগিত করেন।

১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু য়। ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ একদল আইনজীবী ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। ২০০৪ সালে এই ব্যবস্থার সাংবিধানিক বৈধতা বহাল রেখে আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট।

তবে, আপিলের পর ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ। ওই বছরেরই ৩০ জুন পঞ্চদশ সংশোধনী পাস এবং আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে জাতীয় সংসদ।

গত বছরের ১৬ অক্টোবর থেকে এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে মোট চারটি রিভিউ আবেদন করা হয়। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি, বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবায়রুল হক ভূঁইয়া ও জহরা রহমানসহ সুশীল সমাজের সদস্যরা একটি এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আবেদন করেন।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ