কানাডার সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ সিরিয়া
সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। খবর রয়টার্সের।
একই সঙ্গে বাশার আল-আসাদ সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-কেও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ এবং বৈশ্বিক সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করার প্রচেষ্টাকে বিবেচনায় নিয়ে তালিকা সংশোধন করা হয়েছে।
সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে হায়াত তাহরির আল-শাম ছিল দেশটির অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, “সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরকে কানাডা স্বাগত জানায়। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে সিরিয়ার জনগণের পাশে রয়েছে কানাডা।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে