কল-এসএমসের রেকর্ড মিলবে এক বছরের
এখন হতে গ্রাহক এক বছরের নিজের কল-এসএমএসর বিস্তারিত রেকর্ড বা সিডিআর পাবেন।আগে এই রেকর্ড মিলত মাত্র দুই মাসের।
বিটিআরসি বলছে, মোবাইল ফোন গ্রাহকদের পারিবারিক, ব্যবসায়িক, ব্যক্তিগত, আইনগতসহ বিভিন্ন কারণে নিজের নাম্বারের কললিস্ট, এসএমএসের বিস্তারিত বা সিডিআর প্রয়োজন হয়।
বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, ‘গ্রাহকরা আগে আবেদন করলে এই ৬০ দিনের এই সিডিআর পেতেন। অপারেটররা আবেদনের ৭ দিনের মধ্যে তা দিত। এখন নিয়ন্ত্রণ সংস্থা দেখছে যে গ্রাহকদের এটি আরও বেশি দিনের প্রয়োজন হচ্ছে এবং অনেকে এজন্য আবেদনও করেছে। তাই অপারেটরদের মতামত নিয়ে কিছু শর্তসাপেক্ষে এই সময় বাড়িয়ে ১ বছর করা হয়েছে।
সিডিআর পেতে যেসব শর্ত :
আবেদনের তারিখের আগের ১ বছরের সিডিআর দেয়া হবে। অপারেটররা ৭ দিনের মধ্যে এই সিডিআর দেবে এবং কাস্টমার কেয়ার হতে দিতে হবে।
আবেদনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রমাণ-কাগজপত্র, এনআইডি, ব্যবহার করা নিজের সক্রিয় সিমসহ আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
সিডিআরে সকল ইনকামিং, আউটগোয়িং, সকল কল ও এসএমএস এর সময়, তারিখ ও ব্যাপ্তি থাকবে।
গ্রামীণফোন বলছে, তারা ১ বছরের সিডিআর দিতে পারবে। তবে এজন্য কারিগরি সিস্টেম তৈরিতে সময় ও বিনিয়োগ করতেহবে। বিটিআরসি নির্দেশনা দিলে সময়সাপেক্ষে এই সিস্টেম উন্নয়নে করবে অপারেটরটি।
রবি জানিয়েছে, এই সিস্টেম উন্নয়নের জন্য খানিকটা সময় প্রয়োজন হবে। তাদের লাইভ সিস্টেমে ১ বছর এবং টেপ ড্রাইভে আরও ১ বছরের বেশি সময়ের ডেটা রয়েছে। আর টেপ ড্রাইভের ডেটা বের করা বেশ সময়সাপেক্ষে ও তা সার্ভারের অপারেশনাল এবং সক্ষমতার উপর নির্ভর করে।বাংলালিংক জানায়, ১ বছরের সিডিআর দিতে পারবে। এতে সময় ও বিনিয়োগ দরকার হবে।
তবে এই সিডিআর অপরাধ ও অপরাধী সনাক্তে এই সিডিআর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ গভর্নমেন্টস ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) বলছে, ডিজিটাল ফরেনসিকে সিডিআর বেশ গুরুত্বপূর্ণ। অপরাধীর মোবাইল ফোন হতে অপরাধ সংশ্লিষ্ট কিছু তথ্য পাওয়াটা এখন খুবই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এমনকি কোনো এক অপরাধীর মোবাইলের তথ্য বিশ্লেষণ করে ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদেরও সন্ধান মিলছে। এসব কিছুর পেছনে একটি বিশেষ প্রযুক্তির ব্যবহার বেশ গুরুত্বপুর্ণ, আর তা হলো সিডিআর বা কল ডিটেইলস রেকর্ড। যদি কোনো অপরাধী মোবাইল ডিভাইসের সব কিছু ডিলিট বা ফরমেট করে দেয়, মোবাইল ডিভাইসের আর কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে উচ্চ পর্যায়ের ডিজিটাল ফরেনসিক সম্পন্ন করে এই মোবাইল ডিভাইস থেকে তথ্য পাওয়া সম্ভব। তখন একমাত্র আস্থার জায়গা হলো সিডিআর ডেটা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে