জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলা মুক্তিযুদ্ধকে খাটো করার শামিল: নজরুল
জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলা মুক্তিযুদ্ধকে খাটো করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, একটি পক্ষ জুলাইয়ের আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে দেখার শামিল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নেই।
পোস্টাল ব্যালট ব্যবস্থায় ত্রুটি থাকা সত্ত্বেও এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নীরবতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বিএনপি অনেক বিষয় মেনে নিয়ে নীরব ভূমিকা পালন করছে, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসির ভূমিকা উদ্বেগজনক।
নজরুল বলেন, পোস্টাল ব্যালটসহ কয়েকটি বিষয়ে গুরুতর প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানের স্বার্থে নীরব রয়েছি। অথচ দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন তথাকথিত ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। কিন্তু পোস্টাল ব্যালট ব্যবস্থায় স্পষ্ট ত্রুটি থাকা সত্ত্বেও ইসি সে বিষয়ে কোনো কথা বলছে না। এই নীরবতা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু ও সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সে কারণে দল হিসেবে অনেক আপত্তি ও প্রশ্ন থাকা সত্ত্বেও দায়িত্বশীল আচরণ করছে বিএনপি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে