Views Bangladesh Logo

মিরপুরে বাসে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

বার দিনে-দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন এ তথ্য নিশ্চিত করেন।


‎স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এসময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। যান চলাচল অনেকটাই কমে গেছে।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি ​​অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ