মিরপুরে বাসে আগুন
এবার দিনে-দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এসময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। যান চলাচল অনেকটাই কমে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে