Views Bangladesh Logo

ইরানে বাস দুর্ঘটনায় ২১ জন নিহত

রানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে একটি পাহাড়ি সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, দক্ষিণ ইরানে যাত্রী পরিবহনকারী বাসটি কাভার শহরের পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের দুর্ঘটনাস্থলের ছবি ইতোমধ্যেই ইরানের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যেখানে বাসটিকে রাস্তার পাশে উল্টে থাকতে দেখা গেছে।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে , তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের মধ্যে অন্যতম। দেশটিতে চলতি বছরের মার্চ পর্যন্ত গত এক বছরে প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ