Views Bangladesh Logo

রাজধানীতে স্বর্ণের দোকানে চুরি, ৭০ ভরি স্বর্ণ লুট

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে চুরি হয়েছে। এ ঘটনায় ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক মাসুদ রানা। এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানান তিনি।

সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে দোকানে চুরির ঘটনা ঘটে।

রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান দোকান মালিক। সোমবার সকাল দশটায় দোকান খোলার সময় দেখেন দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন দোকান ভাঙচুর করা।

দোকান মালিক রানা বলেন, ‘সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোরেরা। এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রসিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে।’

৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ এবং ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন রানা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ