Views Bangladesh Logo

তারেক রহমানের জন্য প্রস্তুত বুলেটপ্রুফ গাড়ি

ন্ডন থেকে আজ বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় তার চলাচলের জন্য বিমানবন্দরে একটি বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজ সকাল সোয়া সাতটার দিকে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়।

সূত্র জানায়, বিমানবন্দর থেকে বের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এই গাড়িটি ব্যবহার করবেন তিনি।

এর আগে বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পর্যন্ত এগিয়ে দেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিমানে তার সঙ্গে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে দেশে ফিরছেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, ঢাকায় অবতরণের পর তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ 'রজনীগন্ধা'য় কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর তিনি সড়কপথে কুড়িল হয়ে 'জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে'র (৩০০ ফিট এলাকা) সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে সমবেত জনতার উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে তার অবস্থান করার কথা রয়েছে। এরপর তিনি চিকিৎসাধীন তার মা খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ