Views Bangladesh Logo

ব্রাজিলে অনুমোদন পেল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ বুধবার বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় কর্তৃপক্ষ এই টিকাকে ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে দেখছে।

সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট এই টিকাটি তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘বুটানটান-ডিভি’। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বে শুধু ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা প্রচলিত আছে, যা দুটি ডোজে নেওয়া হয়। কিন্তু ব্রাজিলের নতুন টিকার সুবিধা হলো, একবার নিলেই চলবে। ফলে টিকাদান কার্যক্রম দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস বলেছেন, “ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দীর্ঘ কয়েক দশক ধরে যেই রোগ আমাদের সমস্যায় ফেলেছে, এখন আমরা তার মোকাবিলায় শক্তিশালী একটি হাতিয়ার পাচ্ছি।”

টিকাটি তৈরি করতে ব্রাজিলজুড়ে আট বছরেরও বেশি সময় ধরে ১৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১২ হাজারের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ২০২৪ সালে ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশই বৈশ্বিক উষ্ণতার কারণে।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানিয়েছেন, টিকা উৎপাদনের জন্য চীনের উশি বায়োলজিক্স কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ