Views Bangladesh Logo

আউটওয়ার্ড রেমিটেন্সের জন্য ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট চালু করতে ভিসার সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

Press Release

প্রেস রিলিজ

ডিজিটাল পেমেন্ট সেবায় বিশ্বসেরা প্রতিষ্ঠান ভিসার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই চুক্তির মাধ্যমে ‘ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট’ চালু করতে যাচ্ছে ব্যাংকটি। এর ফলে গ্রাহকরা দ্রুততর, নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাঠাতে পারবেন।

এই কৌশলগত অংশীদারিত্ব ব্র্যাক ব্যাংকের আউটওয়ার্ড রেমিটেন্স সেবাকে রূপান্তরিত করবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের জন্য এটি আরও বিকল্প ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি করবে।

এখন থেকে গ্রাহকরা বিশ্বের ৯০টিরও বেশি দেশে তাৎক্ষণিকভাবে নিরাপদ ও তুলনামূলক কম খরচে অর্থ পাঠাতে পারবেন। প্রচলিত পেমেন্ট পদ্ধতিতে যেসব করেসপনডেন্ট ব্যাংক ফি লাগে, তা এড়িয়ে এই নতুন চ্যানেল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বহির্গমনও হ্রাস করবে।

ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট চালুর ফলে প্রচলিত ক্রস-বর্ডার পেমেন্টের সীমাবদ্ধতা দূর হবে। এপিআই-ভিত্তিক এই সমাধান গ্রাহকদের জন্য নিরাপদ, কার্যকর এবং প্রায় রিয়েল-টাইম গ্লোবাল পেমেন্ট সেবা নিশ্চিত করবে। প্রচলিত চ্যানেলের তুলনায় এই পদ্ধতিতে লেনদেন আরও দ্রুত এবং সাশ্রয়ী হবে, কারণ এটি একটি সহজীকৃত প্রসেসিং সিস্টেম ব্যবহার করে। ভিসার বিস্তৃত পার্টনার নেটওয়ার্ক ও ২৪/৭ গ্রাহক সেবা সুবিধা কাজে লাগিয়ে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ভিসা ফি পেমেন্ট, বিদেশে পড়াশোনার খরচ এবং চিকিৎসার জন্য বৈধভাবে অর্থ পাঠাতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “এই অংশীদারিত্ব গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং আরও উন্নত সেবা প্রদানে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের প্রমাণ। আমরা গ্লোবাল মানি ট্রান্সফারকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছি — গ্রাহকদের জন্য আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং নিরাপদ করছি। এটি বাংলাদেশের আউটওয়ার্ড রেমিটেন্স ইকোসিস্টেম আধুনিকীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ভিসা ডিরেক্ট সেবা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এই সল্যুশন আউটওয়ার্ড রেমিটেন্স সেবা আরও দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী করে তুলবে। কম ফি ও প্রায় রিয়েল-টাইম ট্রান্সফার সুবিধা দিয়ে এটি বৈশ্বিক অর্থ স্থানান্তর সহজ করবে। একইসঙ্গে এটি বাংলাদেশের ক্রস-বর্ডার পেমেন্ট ইকোসিস্টেম আধুনিকীকরণ এবং ব্যক্তি ও ব্যবসায়িক লেনদেনের ডিজিটাল টুলস ব্যবহারের সুযোগ বাড়াবে।”

ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত ২৪ জুন ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই কৌশলগত পদক্ষেপ দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবার চাহিদা পূরণ এবং গ্রাহকদের সেবা সহজতর করার পাশাপাশি আধুনিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ