Views Bangladesh Logo

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ১০০ নারীকে সেলাই প্রশিক্ষণ দেবে ব্র্যাক ব্যাংক ও জাতীয় বধির সংস্থা

Press Release

প্রেস রিলিজ

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের দক্ষ করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডেফ (বিএনএফডি) যৌথভাবে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে।

২০২৫ সালের মধ্যে এই কেন্দ্রে প্রায় ১০০ নারীকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ৩০ জুন ঢাকার বিজয়নগরে বিএনএফডি’র প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং বিএনএফডি’র প্রশাসক মো. মোশাররফ হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’র অংশ হিসেবে গড়ে তোলা এই প্রশিক্ষণ কেন্দ্রটি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে।

প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে। এতে করে তারা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবেন অথবা পোশাক শিল্পে চাকরির সুযোগ পাবেন। এর মাধ্যমে এই নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি করবেন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সত্যিকারের আর্থিক অন্তর্ভুক্তি তখনই সম্ভব, যখন আমরা সমাজের সবচেয়ে উপেক্ষিত মানুষদের পাশে দাঁড়াবো। এই অংশীদারিত্ব শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করবে।’

বিএনএফডি’র প্রশাসক মো. মোশাররফ হোসেন বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের কমিউনিটির সদস্যদের হাতে বাস্তব দক্ষতা ও আয়ের সুযোগ এনে দেবে। ব্র্যাক ব্যাংকের এ সহযোগিতা প্রশংসনীয়। এটি দীর্ঘমেয়াদে এই কমিউনিটির ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রতিষ্ঠান দুটির বিশ্বাস, এই কর্মসূচি দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। প্রশিক্ষিত শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের দক্ষতা কাজে লাগিয়ে এই খাতে তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ বাড়বে।

‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিজেদের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, সামাজিক সংকীর্ণতা ও আর্থিক বাধা দূর করে প্রতিটি মানুষকে তার যোগ্যতা অনুযায়ী বিকাশের সুযোগ করে দেয়া জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ