Views Bangladesh Logo

বগুড়া বিএনপির ঘাঁটি, এটি আপনারা দেখে রাখবেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির একটি শক্ত ঘাঁটি এবং এই ঘাঁটির দায়িত্ব স্থানীয় নেতা–কর্মীদের ওপরই ন্যস্ত। তিনি বলেন, 'এলাকার জনগণকে আপনারাই দেখে রাখবেন। অতীতে বিভিন্ন সময় আপনাদের কাছে এসেছি, এবার প্রার্থী হয়ে এসেছি।'

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বগুড়ার সাতটি সংসদীয় আসনেই দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে হবে। 'শুধু ভোট চাইলেই হবে না, আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে,' বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, 'কেউ কেউ মনে করছেন ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে জিতবে। তবে আমি মনে করি এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে।'

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরে দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় ঢাকা–রংপুর মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ তাকে দেখার জন্য অবস্থান নেন। জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর বগুড়ার শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে পথসভায় অংশ নেন। পরে জেলার শেরপুরের ধুনট মোড়েও তার পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ