কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন
নির্বাচন কমিশন (ইসি) ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে বিএনপি কাউকেই সেই সুযোগ দেবে না বলে স্পষ্ট করেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র বা কৌশলের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের চেষ্টা সফল হবে না এবং দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি কর্মসূচি স্থগিত করেছিল। তবে নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল এটিকে বিএনপির দুর্বলতা হিসেবে দেখেছে, যা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। বরং এটিকে বিএনপির রাজনৈতিক ভদ্রতা বলেই উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও অভিযোগ করেন, এরপর থেকেই নির্বাচন কমিশন ও ওই রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে