ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি: মির্জা ফখরুল
বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পর্কের টানাপড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে বলেও মনে করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে এখন নিউইয়র্কে রয়েছেন বিএনপি মহাসচিব। সেখানকার একটি বাংলাদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। এজন্য তার দলের আন্তরিকতার কোনো কমতি নেই।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। আওয়ামী লীগ সরকারের ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এসব কাজই সম্পর্কের ক্ষতি করেছে। ভারতেরও ক্ষতি হয়েছে, আওয়ামী লীগেরও ক্ষতি করেছে। কাউকে তাদের ক্ষতি করতে হয়নি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। রাজনীতি থেকে সরে গিয়ে যখন কেউ ষড়যন্ত্রের দিকে যায় তখনই ক্ষতি হয়।
বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কোন্নয়ন তাই ভারতের ওপরই নির্ভর করছে। তারা বন্ধু হতে চাইলেই সমাধান সম্ভব।
তিনি বলেন, ‘সব দেশের সঙ্গেই আমরা দলগতভাবেই বন্ধুত্ব করতে চাই। এ লক্ষ্যে আমরা বিভিন্ন দেশে আসছি-যাচ্ছি। ভারতের সঙ্গেও আমাদের সুসম্পর্ক ছিল। এখন ভারতের ওপর নির্ভর করছে, তারা কতদূর সম্পর্ক রাখতে চায়।’
তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান মির্জা ফখরুল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে