Views Bangladesh Logo

তিন দিনের মধ্যে সব রাজনৈতিক ব্যানার-পোস্টার সরাবে বিএনপি

বিএনপি রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে তিন দিনের মধ্যে সব রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরানোর সিদ্ধান্ত নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার শোক প্রকাশ সংক্রান্ত ব্যানার-পোস্টার অস্থায়ীভাবে থাকবে।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে ব্যানার ও পোস্টার সরানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, 'ব্যানার ও পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এগুলো শহরের সৌন্দর্য নষ্ট করছে। কারও অধিকার বিঘ্নিত না হয় সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার ও পোস্টার সরানোর কাজ শুরু করেছে। খালেদা জিয়ার শোক প্রকাশের ব্যানার হয়তো আরও কয়েক দিন থাকবে।'

তিনি আরও জানান, 'দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে। কোনো কর্মসূচি শেষ হলে সংশ্লিষ্ট ব্যানার ও পোস্টার নিজেই সরানো উচিত। আমরা সেই লক্ষ্যে ঢাকা মহানগরীতে কার্যক্রম শুরু করেছি এবং এটি সারাদেশে চলবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ