Views Bangladesh Logo

বিএনপির প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা আজ

গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ করেছে বিএনপি। শেষ মুহূর্তের তালিকা যাচাই-বাছাই ও আলোচনার জন্য সোমবার (৩ নভেম্বর) দুপুরে শুরু হয়েছে স্থায়ী কমিটির বৈঠক।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকশেষে প্রথম পর্বের তালিকা আজ ঘোষণা হতে পারে। এ ক্ষেত্রে বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রোববার এক সভায় দলের প্রধান তারেক রহমান বলেছেন, ‘জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভব সব প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ