Views Bangladesh Logo

বিএনপির বিদ্রোহীদের বিষয়ে সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি। অনেক ক্ষেত্রে তাদের ডেকে বোঝানোর চেষ্টা করেছি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের অনেক প্রার্থী থাকে। হয়তো তারা তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাননি। কিন্তু বৃহত্তর স্বার্থে সংসদে বহু দলের প্রতিনিধিত্ব রাখতে আমরা অনেক যোগ্য প্রার্থীকেও বঞ্চিত করে ফেলছি। সুতরাং তাদের মনের কথা আছে, সে ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি।

এসব বিষয় খুব দ্রুতই মীমাংসা হয়ে যাবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এ ছাড়া তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের সময় কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হবে না বলে জানান।

সালাউদ্দিন বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবর জিয়ারত করা- এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি। আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার সেখানে যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ