ইসিকে বিএনপির ৩ নতুন প্রস্তাব, নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে আপত্তি নেই
নির্বাচন কমিশনকে (ইসি) তিনটি নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি এবং জানিয়েছে—নির্ধারিত সময়ে নির্বাচনসূচি ঘোষণা করলে তাদের কোনো আপত্তি নেই।
বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে।
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে নজরুল সাংবাদিকদের বলেন, ‘জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে বিএনপি নয়, যদি না জরুরি কোনো কারণ দেখা দেয়। তাই নির্ধারিত সময়েই নির্বাচনসূচি ঘোষণা করলে বিএনপির আপত্তি নেই।’
খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নে নজরুল বলেন, ‘আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এবং নির্বাচন–সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিতে পারবেন।’
তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশের নাগরিক। ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। কমিশন চাইলে যেকোনো সময়ই তাকে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে।’
নজরুল জানান, আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে বুথ, ভোটচিহ্ন দেওয়ার জায়গা ও ব্যালট সিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিএনপি।
তিনি বলেন, ‘আমাদের দাবি—দেশের প্রতিটি ভোটার যেন ভোট দেওয়ার সুযোগ পায়। আগের নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা অনেক বেড়েছে, তাই এ প্রস্তাব দিয়েছি। এবার জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও হবে, এতে বাড়তি চাপ পড়বে। কমিশন রোববার সিদ্ধান্ত জানাবে।’
বিএনপি আরও জানিয়েছে, বিদেশে থাকা যেসব বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের পাসপোর্ট ব্যবহার করে ভোটার করার সুযোগ দিতে হবে। নজরুল বলেন, ‘প্রয়োজনে কমিশন পাসপোর্ট যাচাই করতে পারে। অনেক প্রবাসীর এনআইডি নেই, তাদের পাসপোর্ট দিয়ে ভোটার করার সুযোগ দেওয়া উচিত।’
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট পেপার বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ছাপানোর বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে বিএনপি।
তিনি বলেন, ‘এখন তিনটি সরকারি প্রতিষ্ঠানে ব্যালট ছাপানো হয়। বিএনপির দাবি—কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া যাবে না।’
বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন—দলের ইসি–সম্পর্কিত কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং সাবেক নির্বাচন কমিশনার ও বিএনপির ইসি–সম্পর্কিত কমিটির সদস্য মো. জাকারিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে