Views Bangladesh Logo

জমিয়তকে ৪ আসনে ছাড় দিচ্ছে বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতার ভিত্তিতে দলটিকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ওই চারটি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।’

ছেড়ে দেওয়া ৪টি আসন ও জমিয়তের প্রার্থী:

১. নীলফামারী-১: মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী
২. নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী
৩. সিলেট-৫: মো. উবায়দুল্লাহ ফারুক
৪. ব্রাক্ষণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবীব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়ে দেন, এটি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত। তাই এই ৪টি আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ