খালেদা জিয়ার আসনে নিজের জন্য বিএনপি নেতার মনোনয়ন ফরম উত্তোলন
গাবতলী-শাজাহানপুর (বগুড়া-৭) আসন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এদিকে বিএনপি নেতা মোরশেদ মিল্টনের নামে একই আসনে আরেকটি মনোনয়ন ফরম তোলা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মোরশেদ মিল্টনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
বিষয়টি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন নিজেই।
এর আগে, গত ২১ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়।
এদিকে, একই আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়ন ফরম তোলার বিষয়টি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে জনমনে। এব্যাপারে বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন ভিউজ বাংলাদেশকে বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করে মোরশেদ মিল্টনের মনোনয়ন তোলা হয়নি।হাইকমান্ডের নির্দেশে মোরশেদ মিল্টনের মনোনয়ন ফরম তোলা হয়েছে। পরবর্তীতে কী সিদ্ধান্ত হবে তা দলীয় হাইকমান্ডই জানিয়ে দেবে।
জানতে চাইলে বিএনপি নেতা মোরশেদ মিল্টন ভিউজ বাংলাদেশকে বলেন, আমি নিজে স্বেচ্ছায় প্রার্থীতার মনোনয়ন ফরম উত্তোলন করিনি। দলীয় হাইকমান্ডের নির্দেশনায় ফরম উত্তোলন করা হয়েছে। আমি শুধু দলীয় নির্দেশনা পালন করেছি, এর বেশি কিছু আমার জানা নেই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে