বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঋণখেলাপির এক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী এবং তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) অর্থঋণ আদালত-১-এর চট্টগ্রামের বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংক নগরের পাহাড়তলী শাখা থেকে নেয়া ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদগুলো নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়েছে, কারণ কেউ সেগুলো কিনতে রাজি হচ্ছে না।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আসলাম চৌধুরী কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৭৬টি মামলা হয়েছে। ২০১৬ সালে তাকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে মিলে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে