Views Bangladesh Logo

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তবে কমিটি স্থগিতের পেছনের কারণ কিংবা ভবিষ্যতে শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো নিয়ে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে—সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ