পটুয়াখালীতে নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্বাচনি এলাকায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে, যার অনুলিপি বিভাগীয় নেতাদের কাছেও পাঠানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী না দিয়ে জোট শরিক নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। তবে অভিযোগ রয়েছে, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতেই দুই উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে নেতাকর্মীদের ধারণা।
যদিও কমিটি বিলুপ্তির চিঠিতে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে মজিবুর রহমান টোটন বলেন, বিলুপ্তির আদেশ পেয়েছেন তারা, তবে কারণ উল্লেখ না থাকায় এ বিষয়ে মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিপলু খান বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা নুরুল হক নুরের পক্ষে কাজ করে যাচ্ছেন। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রয়োজনে নতুনভাবে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের নির্দেশ আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক শাহ আলুম সানু। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।
কমিটি বিলুপ্তির বিষয়ে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যেহেতু যে প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার পক্ষে কাজ করায় কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। তবে তারা এখনও বহিষ্কৃত প্রার্থী হাসান মামুনের সঙ্গেই রয়েছেন বলে জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে