Views Bangladesh Logo

তারেক রহমানকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ব্যক্তির নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

বিএনপি বিবৃতিতে অবিলম্বে শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার। মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক নয় বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি দীর্ঘদিন ধরে মানুষের বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। নির্ভয়ে নিজের মত প্রকাশের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।

বিএনপি সূত্র জানায়, শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম কিছু দূর থেকে তারেক রহমানকে ‘গালাগালি’ করছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে না এলেও পুলিশের নজরে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি জানার পর তারেক রহমান নিজেই শহিদুল ইসলামকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন বলে জানায় বিএনপি। এরপরই দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ