Views Bangladesh Logo

শরিকদের আরও ৮ আসন ছাড়ল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘যুগপৎ’ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরও আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনের সমঝোতা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত শরিকদের জন্য ১২টি আসন ছাড়ল দলটি।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে থাকা দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে যেসব বিষয়ে একমত হয়েছি, সেই অনুযায়ী কয়েকটি আসনে নির্বাচনি সমঝোতা হয়েছে। আজ সে তালিকা আপনাদের জানাচ্ছি।’

এই সমঝোতায় বিএনপি যে আসনগুলো ছাড়ছে, সেগুলোতে নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্য জোট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন বলে জানান তিনি।

সমঝোতার আওতায় ঘোষিত আসন ও প্রার্থীরা হলেন—
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মোস্তফা জামাল হায়দার
নড়াইল-২: এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
যশোর-৫: ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন
ঢাকা-১২: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

মির্জা ফখরুল আরও জানান, এর বাইরে কুমিল্লা-৭ আসনে এলডিপির রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমঝোতার ভিত্তিতে আসন দেওয়া হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই দলে যোগ দেবেন। যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তিনি বলেন, ‘এই তালিকার পরও আলোচনা চলমান রয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত হলে দলীয়ভাবে তা জানানো হবে।’

উল্লেখ্য, বিএনপি এরই মধ্যে দলীয়ভাবে দুই ধাপে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রেদোয়ান আহমেদ ও ববি হাজ্জাজের আসন যুক্ত হওয়ায় মোট ২৭৪টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। সে হিসাবে এখনো ১৪টি আসনের বিষয়ে সিদ্ধান্ত বাকি রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ