নিরাপত্তা শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাসুদুজ্জামান মাসুদ জানান, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এবং পরিবারের অনুরোধে তিনি নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জেলা চেম্বারের সাবেক সভাপতি এই নেতা বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন।
তিনি আরও বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। এ অবস্থায় পরিবারের অনুরোধকে গুরুত্ব দিয়েই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে