Views Bangladesh Logo

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় গুলিতে ‘সন্ত্রাসী’ সরোয়ার নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের চালতাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরোয়ার হোসেনকে প্রতিপক্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ গুলি করে।

এর আগে, বিকালে সরোয়ার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচারণাকালে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ, সরোয়ার হোসেন ও শান্ত নামের আরও একজন। তাদের মধ্যে সরোয়ার হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু এ বিষয়ে গণমাধ্যমে বলেন, এ ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। গণসংযোগ চলাকালীন সেখানে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ব বিরোধের জেরে থাকে গুলি করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত সরোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ