সরকার দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই জাতীয় সনদে সরকার আইনি ভিত্তি তৈরি করলেও এর দায়িত্ব নেওয়ার জায়গায় উদাসীন থেকেছে। তিনি বলেন, 'সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় দেখায়নি।'
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেও সেখানে ‘নোট অব ডিসেন্ট’ ছিল। সনদ বাস্তবায়নে আইনি কাঠামোর প্রয়োজনীয়তার বিষয়টি আগে থেকেই তারা দাবি করে আসছিলেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'সরকার রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে সুবিধা দিলেও জনগণের প্লেট ফাঁকা রেখেছে।' তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণভিত্তিক নতুন সাংবিধানিক কাঠামোর প্রত্যাশা ছিল, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে না পারে। কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
সরকার যে আদেশ জারি করেছে, তার খসড়া তাদের দেখানো হয়নি বলেও অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি দাবি করেন, আদেশটি জনগণবিরোধী এবং এটি বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি হয়েছে।
বিএনপির আচরণ নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনে সব দলের ঐকমত্য থাকা সত্ত্বেও বিএনপি ভেটো দিয়ে প্রক্রিয়াকে জটিল করেছে। 'তারপরও দেশের স্বার্থে তাদের নোট অব ডিসেন্ট রেখে আমরা এগিয়েছি,' বলেন তিনি।
নাসীরুদ্দীন জানান, জুলাই সনদের আইনি ভিত্তি এলেও নৈতিক বৈধতার ঘাটতি রয়ে গেছে। 'যে ব্যক্তি সার্বভৌম অভিপ্রায়ের সাইন করলেন, তিনিই কয়েকদিন আগে জনগণের ওপর গুলি চালিয়েছিলেন,' মন্তব্য করেন তিনি। তার দাবি, 'এই আদেশের মাধ্যমে সরকার আইনি ভিত্তি দিলেও জুলাই সনদকে অপবিত্র করেছে।'
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে