Views Bangladesh Logo

পশ্চিমবঙ্গ ও বিহারে কংগ্রেস কার্যালয়ে বিজেপির হামলা

ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের কংগ্রেস কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মা-কে নিয়ে অশালীন মন্তব্যের জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উভয় দলের কর্মীরা দলীয় পতাকা ও লাঠি ব্যবহার করে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কংগ্রেস দল এই হামলাগুলোকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে।

বিতর্কের সূত্রপাত ঘটে বিহারের ধরভঙ্গায় চলমান ‘ভোটার রাইটস মার্চ’এর সময়। কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করেন। এই ঘটনা ভিডিওতে ধরা পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। যার ফলে বিজেপি একটি এইআইআর দায়ের করে কংগ্রেসের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা দাবি করে।

ধরভঙ্গা পুলিশ নিশ্চিত করেছে, একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে তোলা হয়েছে। পুলিশ টুইটারে জানিয়েছে,‘সিমরি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিহারের পাটনায় রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয় বিজেপি। কংগ্রেস কর্মীরা পাল্টা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষ ঘটে। যার ফলে বড় পরিসরে পুলিশ মোতায়েন করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

অশান্তির আঁচ কলকাতাতেও ছড়িয়ে পড়ে। শুক্রবার বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিধান ভবন কার্যালয়ের বাইরে একটি প্রতিবাদ র‍্যালি আয়োজন করে। অভিযোগ আছে যে, এই সমাবেশের সময় বিজেপি সমর্থকরা কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও সহিংসতা চালায়। মবের নেতৃত্ব দেয়ার অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিং-এর নাম উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যানার ও পোস্টার ভেঙে ফেলার অভিযোগও উঠেছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এই ঘটনার নিন্দা জানিয়ে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে।

পশ্চিমবঙ্গ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনৈতিকভাবে যারা ধ্বংসপ্রায়, তারাই এমন কাণ্ড ঘটায়। কংগ্রেস সারা দেশে বিজেপির অন্যায় উন্মোচন করছে, যা তাদের রোষানলে ফেলেছে। তারা অফিস খালি থাকাকালীন হামলা চালিয়েছে। আমরা রাজ্য প্রশাসনকে জোরালো পদক্ষেপ নিতে অনুরোধ করছি।’

বিহার কংগ্রেস নেতা অশুতোষ অভিযোগ করেছেন যে সরকার এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘নীতিশ কুমার গুরুতর ভুল করছেন।’

এর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা নিতিন নাভিন বলেছেন, ‘বঙ্গের প্রতিটি সন্তান আমাদের মাতাকে অবমাননার জন্য কংগ্রেসের প্রতিশোধ নেবে। আমরা নিশ্চিত করব যে ন্যায় প্রতিষ্ঠিত হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। একজন সাধারণ মায়ের ছেলে ১১ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন। অথচ তারা মেনে নিতে পারছে না। প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে এমন ভাষা কেবল লজ্জাজনক নয়, এটি গণতন্ত্রের ওপর কলঙ্ক।’

বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা বলেন, ‘এই অশ্লীল হামলা সব সীমা অতিক্রম করেছে। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে ক্ষমা চাইতে হবে।’

বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। আমি এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ